দুর্বৃত্তদের গুলিতে আহত ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আলরাফী শাওনকে (২৮) ঢাকায় প্রেরণ করা হয়েছে। আজ বিকেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে শাওন মমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শাওনের বাবা জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক এম এ কদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। ছেলের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।
কোতোয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার দিবাগত মধ্যরাতে নগরীর মৃত্যুঞ্জয় স্কুলের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এসময় শাওনের পেটে দুটি গুলি লাগে। তবে একটি সূত্রের দাবি, হেলমেট পরে মটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, অভ্যন্তরীণ কোন্দলে শাওনকে গুলি করা হয়ে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আইসিইউ ইনচার্জ অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, শাওনের পেটে দুটি গুলি লেগেছে। সে এখনও শঙ্কামুক্ত নয়। অবস্থার অবণতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হবার সময় শাওনের সাথে আরো ৪ থেকে ৫ জন ছিল। ইতিমধ্যে আমরা কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছি। খুব দ্রুতই এর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার