তীব্র যানজট দেখা দিয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। প্রায় ৪০ কিলোমিটার জুড়ে এই যানজট সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে ট্রাক ও যাত্রীবাহী বাসের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মঙ্গলবার ভোরে নাদাউদকান্দির ইলিয়টগঞ্জ সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের এএসআই কামরুল হাসান জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অংশে দুই লেনের সংস্কার কাজ করায় গতকাল সন্ধ্যা ছয়টা থেকে এই যানজটের সৃষ্টি। ধীরে ধীরে এর দৈর্ঘ্য ৪০ কিলোমিটারে পৌঁছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন