দিনাজপুরের বিরলে ব্যক্তি মালিকানাধীন রুপলী বাংলা জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে এবং যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে দিনাজপুরের বিরলে রুপলী বাংলা জুট মিলের ভিতরে আগুনের প্রথম সূত্রপাত ঘটে। এসময় নারীসহ মিলের ১২ জন শ্রমিক আগুনে দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিরল হাসপাতাল ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ লিপু (১৮), জামিনি বালা (৪৫), খালেদা (৩৫), আমেনা (৪০), আপন (২০), মোতাহার (২২), গোলাম মোস্তফা (৪৫), আইয়ুব আলী (২৩), মাজেদা (২৫), রহিমা (৩০), আরজিনা (২৫) ও কোরবান আলী (১৭) ভর্তি হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য লিপু ও জামিনি বালাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে দিনাজপুর-বোচাগঞ্চের ৪টি এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ১টি দমকল বাহিনীর মোট ৫টি দল এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আকতার হামিদ খান জানান, ফায়ার সার্ভিসের পর্যায়ক্রমে ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
রুপলী বাংলা জুট মিলের জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান (জিএম) জানান, বিকাল ৪ টার দিকে মূল মিলের ভিতরে আগুনের সূত্রপাত ঘটে। এসময় নারী-পুরুষ ৭ শ্রমিক মিলের ভিতরে কাজ করছিল। আগুনের লেলিহান শিখা মুহূর্তে পুরো এলাকায় ছড়িয়ে পড়লে আমরা পিছন দিকের ৪ টি দরজা ভেঙ্গে দিয়ে শ্রমিকদের মিলের ভিতর থেকে বের করে নিয়ে আসি।
রূপালী বাংলা জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল লতিফ দাবি করে জানান, দুইশ কোটি টাকার ব্যয়ে মিলটি স্থাপন করা হয়েছে। এখানে প্রায় ২০ কোটি টাকার অর্ডার মাল মজুদ ছিল। আগুনে সব মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। মিলের বিভিন্ন মেশিন এবং যন্ত্রপাতিরও ক্ষতি হয়েছে। পাটের বস্তা রোলিং সেকশনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে মিল মালিক ধারনা করেন।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল