কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা এলাকার রশিদ আহমদ নামে এক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে তিনটি বসত বাড়ি পুড়ে গেছে। এতে আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
নিহতরা হলো ওই বাড়ির মালিক রশিদ আহমদের ছেলে আবদুল্লাহ (১৫) ও তার নাতি শাহরিয়ার (৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার। তিনি জানান, রাত ৩টার দিকে কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান চারিপাশে ছড়িয়ে পড়ে। এতে তিনটি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভায়। ততক্ষণে আট লাখ টাকার মালামাল পুড়ে যায় ও ঘুমন্ত অবস্থায় দু’শিশুর মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল