পল্লী কবি জসীমউদ্দীনের প্রতিষ্ঠিত ফরিদপুরের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা বুধবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভি।
গোবিন্দপুর স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বক্তার খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ঝর্না হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, পৌর কাউন্সিলর শামসুল আরেফিন সাগর, অ্যাডভোকেট জাহিদ বেপারী, ছাত্রলীগের সাবেক সভাপতি মনির হোসেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শহিদ হোসেন মোল্যা, মবিনুর রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন সেন্টু প্রমুখ। উৎসবমুখর পরিবেশে স্কুলের শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন