লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী মো. শাহীন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিকে আরো ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত মো. শাহীন মিয়া রামগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের মৃত আক্কাস হেকিমের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে শাহীন তার স্ত্রী শিখা আক্তারকে মারধর করে গুরুত্বর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান তিনি।
এই ঘটনায় ১৮ সেপ্টেম্বর নিহত শিখা আক্তারের পিতা মো. সিরাজ উল্যাহ বাদী হয়ে মো. শাহীন মিয়াকে আসামী করে আদলতে মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে রায় দেন।
লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব