মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টনি (১৩) নামে এক স্কুলছাত্র মারা গেছে। আজ সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
টনি ওই গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে এবং করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পরিবারের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, সকালে বাড়িতে পানি তোলার জন্য মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় টনি।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল