শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় শহীদ খান নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব লাকাচুয়া গ্রামে নিজ বাড়ির পাশের পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শহীদ ওই গ্রামের মৃত মকদম আলী খানের ছেলে।
জানা যায়, সকালে শহীদের বাড়ির পাশের সিরাজ রাঢ়ীর পুকুরপাড়ে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ। তিনি জানান, ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল