তিস্তাসহ অভিন্ন সকল নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন করেছে বাসদ (মার্কসবাদী) দিনাজপুর শাখা। বুধবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাসদ (মার্কসবাদী) দিনাজপুরের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারত সরকারের একতরফা পানি প্রত্যাহার নীতি এবং আমাদের দেশের শাসক শ্রেণীর নতজানু নীতির কারণে দেশের নদীগুলো একের পর এক মরুকরণের দিকে ধাবিত হচ্ছে। যার ফলাফল হিসেবে তিস্তা সেচ প্রকল্পের আওতায় উত্তরাঞ্চলের চাষীরা এই সেচ মৌসুমে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। শুধু তাই নয় নদীর সাথে সম্পর্কিত মৎস্যজীবি, জলজপ্রাণী আজকে বিলুপ্তির পথে। তাই অবিলম্বে ভারত সরকারের এই একতরফা পানি প্রত্যাহার নীতির বিরুদ্ধে এদেশের মানুষকে নদী, প্রাণ-প্রকৃতি, কৃষি এবং দেশের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে বৃহৎ আন্দোলন গড়ে তুলতে হবে।
মানববন্ধনে বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য এ.এস. এম. মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার আহবায়ক গোবিন্দ রায় এবং বাসদ (মার্কসবাদী) জেলা শাখার সমন্বয়ক রেজাউল ইসলাম সবুজ প্রমুখ।
উল্লেখ্য, বাসদ (মার্কসবাদী) জোন ১৩২ এর জোনাল কর্মসূচির ভিত্তিতে একযোগে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাসমূহে এ কর্মসূচি পালন করছে বলে জানান তারা।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল