ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে দিনাজপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পে ৬ শতাধিকের অধিক মানুষের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয়। ক্যাম্প সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত চলে।
বুধবার সকাল ৮টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পের উদ্বোধন করেন দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি এ্যাড. মো. আব্দুল লতিফ।
এসময় ডায়াবেটিক এসোসিয়েশনের সহ-সভাপতি আলহাজ্ব মো. জবেদ আলী, নির্বাহী সদস্য ও দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, নির্বাহী সদস্য মো. মকশেদ আলী মঙ্গলিয়া, মো. আবু বকর সিদ্দিক, ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন, পরিচালক প্রফেসর মো. হাসান আলীসহ ডায়াবেটিস হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান