টাঙ্গাইলের নাগরপুরে সড়ক দুর্ঘটনায় আব্বাস (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সে উপজেলার ভালকুটিয়া গ্রামের মৃত. হলু শেখের ছেলে।
নাগরপুর থানার ওসি মো. মাঈন উদ্দিন জানান, আজ টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহা-সড়কের ভালকুটিয়া পাঁকা রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি অটোটেম্পু (সিএনজি) সজরে ধাক্কা দিলে আব্বাস নামের ঐ ব্যক্তি গুরুত্বর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার