শরীয়তপুরের নড়িয়া উপজেলার সাধুর বাজার লঞ্চঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে আজ গোবিন্দ দাস (১২) নামে এ কিশোরের মৃত্যু হয়েছে। সে একই উপজেলার উত্তর কেদারপুর গ্রামের অনিল দাসের ছেলে। সে নড়িয়া বিহারি লাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া উপজেলা সদরের বিহারি লাল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র গোবিন্দ দাস আজ দুপুরে তার বাবা অনিল দাসের সাথে পদ্মা নদীতে গোসল করতে যায়। নদীতে নামার পরে সে একটু গভিরে গেলে স্রোতের তোরে পরে যায়। তার বাবা চেষ্টা করেও তাকে তুলতে পারেনি। মুহুর্তের মধ্যেই সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় গ্রামবাসী ও নৌ পুলিশ ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকালে তার লাশ উদ্ধার করে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসলাম উদ্দিন বলেন,পদ্মা নদীর ওই স্থানটি ভাঙন প্রবন। ওখানে নদীতে অনেক স্রোত। অসাবধানতাবসত ছেলেটি গভীরে নেমে তলিয়ে যায়। স্রোত থাকার কারণে আর উঠতে পারেনি। ৩ ঘন্টার চেষ্টায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার