নাটোরের সিংড়ায় ক্লাসে মোবাইল ফোন এনে ছবি তোলার অপরাধে বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র রাজু অহমেদকে পিটিয়ে আহত করেছে স্কুলের প্রধান শিক্ষক মহসিন আলী সরকার। উপজেলার জয়নগর-তাজপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থী রাজুকে চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।
জানা যায়, শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশে ক্ষিপ্ত হয়ে ছাত্র রাজু আহমেদকে থাপ্পর ও লাথিসহ অমানুষিক নির্যাতন করে স্কুলের প্রধান শিক্ষক মহসিন আলী সরকার। এক পর্যায়ে রাজু অসুস্থ্য হয়ে পড়লে তার অভিভাবকরা নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় পর থেকে স্কুলের ছাত্র- ছাত্রীরা ক্লাস বর্জন করেছে। তাছাড়া ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষিপ্ত হয় এলাকার সাধারণ মানুষ ও অন্য শিক্ষার্থীদের অভিভাবকরা।
শিক্ষার্থী রাজু আহমেদ এর বাবা আ. রাজ্জাক জানায়, তার কাছে কোন মোবাইল ফোন ছিল না। সাবেক সহকারি প্রধান শিক্ষক নাসিমের কাছে প্রাইভেট পড়ার অপরাধে তার উপর নির্যাতন চালানো হয়েছে।
স্থানীয় তাজপুর ইউপির চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, বিষয়টি জানার পর সরেজমিনে ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলাম। বিষয়টি খুবই দুঃখজনক। এলাকার গন্যমান্য ব্যক্তি, ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদের নিয়ে বৈঠক করে তদন্ত কমিটি গঠন করার জন্য বলেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।
এ বিষয়ে ওই প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে, তিনি কথা বলতে রাজি হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার