বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু লিফলেট বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের ইবি রোডে এ লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদল সহদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিরতণ শেষে বিএনপি দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে পৌর এলাকার ওর্য়াডের নেতাদের হাতে লিফলেট প্রদান করা হয়। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি গাজি আজিজুর রহমান দুলাল, অধ্যাপক রহমত উল্লাহ আয়ুব, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান,শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ভুইয়া সাফী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা এড. জামিলা হক বেবী, জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার