মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ক্রীড়া সংস্থার আয়োজনে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার ধারাবাশাইল বাজার থেকে শুরু হয়ে এ ম্যারাথন দৌড় প্রতিযোগীতা শিল্পকলা একাডেমি চত্ত্বরে এসে শেষ হয়। এ সময় রাস্তার দু পাশে দাড়িয়ে অসংখ্য নারী-পুরুষ করতালির মাধ্যমে প্রতিযোগিদের স্বাগত জানায়।
ডিএমপির এডিসি নিশাত রহমান মিথুন এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। ৩শ’ প্রতিযোগী এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
এ ম্যারাথন দৌড়ে মারুফ হাওলাদার, মাহফুজ রহমান, আকিব ফকির, আব্দুল গফুর, আবু সুফিয়ান, জাহিদ হাসান, মুন্না ফকির, প্রদীপ হালদার, রাসেল সিকদার, নজরুল ইসলাম পর্যায়ক্রমে প্রথম স্থান থেকে দশম স্থান লাভ করে।
উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রেমানন্দ মন্ডল, উপজেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার হালদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শিক্ষক হাবিবুর রহমান মুকুল উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৮/ই জাহান