মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী মাদক বিরোধী প্রচারনার অংশ হিসাবে ফরিদপুরে প্রেস ব্রিফিং করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সহ সভাপতি কামরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, কালের কণ্ঠ প্রতিনিধি নির্মলেন্দু চক্রবর্তী শংকর, ইনকিলাব প্রতিনিধি নাজিম বকাউল, সমকাল প্রতিনিধি হাসানুজ্জামান, এস এ টিভি প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েল, এনটিভি প্রতিনিধি সঞ্জীব দাস, একাত্তর টিভির মনিরুল ইসলাম টিটু প্রমুখ।
সভার শুরুতে ফরিদপুর জেলার মাদক সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাকিবুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ফরিদপুর জেলায় মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। যারা মাদক বিক্রি করছে আর যারা মাদক গ্রহণ করছে তাদের তালিকা করা হচ্ছে। তালিকা অনুযায়ী তাদের আটক করা হবে।
জেলা তথ্য অফিস, জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ প্রেস ব্রিফিংয়ে ফরিদপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন