রাঙামাটি জেলার বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার কেদারমারা ইউনিয়নের দূরছড়িস্থ কসাই পাড়ায় এ ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার কেদারমারা ইউনিয়নের দূরছড়িস্থ কসাই পাড়ার একটি বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন আশ পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুঠে যায় সেনাবাহিনীর একটি বিশেষ দল। তারা স্থানীয় এলাকাবাসী সহায়তায় আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। কিন্তু এ মধ্যে অগ্নিকাণ্ডে প্রায় ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, আগ্নিকাণ্ডের খবর শুনেছি। আমি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আগুনের ভয়াবহতা শুনে খাগড়াছড়ির দীঘানালা উপজেলা সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। আশাকরি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন