বগুড়ার ধুনটে ধান ক্ষেত থেকে আবুল কালাম আজাদ সিকদার (৪৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার চিকাশী ইউনিয়নের ঝিনাই-চাপড়া বিলের ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করেছে করা হয়। আবুল কালাম আজাদ পটুয়াখালি জেলা সদরের ভড়িয়া গ্রামের আব্দুল মান্নান সিকদারের ছেলে।
জানা যায়, আব্দুল কালাম আজাদ ১৫ বছর আগে ধুনট উপজেলার ঝিনাই গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে লাভলী আকতারকে বিয়ে করে। তাদের দাম্পত্য জীবনে মিম আকতার (১২) ও জিম আকতার (৬) নামে দুই কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে ৪ বছর যাবত লাভলী আকতার ওমান দেশে এবং আবুল কালাম আজাদ ঢাকায় শ্রমিকের কাজ করতেন। তাদের দুই কন্যা থাকতেন ধুনটের ঝিনাই গ্রামেই থাকে।
এরপর আজ বৃহস্পতিবার সকালে আবুল কালাম আজাদের লাশ তার শ্বশুর বাড়ী থেকে প্রায় ২ কিলোমিটার দূরে চাপড়া বিলের ধান ক্ষেতে কাঁদাযুক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত রহস্য উদঘাটন হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার