নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মেলার নামে অবৈধ লটারি, জুয়া, হাউজি ও নগ্ন নৃত্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এমদাদুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আহম্মদ আলী মোল্লা , নাটোর জেলা পরিষদের সদস্য সরকার মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি স.ম সেলিম, চলনবিল প্রেসক্লাবের সহ-সভাপতি জালাল উদ্দিন শুক্তি, গুরুদাসপুর বার্তার সম্পাদক সাজেদুর রহমান। মানববন্ধন ও প্রতিবাদ সভায় গুরুদাস উপজেলার নানা পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেয় । সভা শেষে মেলার নামে অবৈধ লটারি,জুয়া,হাউজি ও নগ্ন নৃত্য বন্ধের দাবিতে স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করেন ।
উল্লেখ্য, গুরুদাসপুর উপজেলা সদরে গ্রামীণ মেলার নামে অবৈধ লটারি, জুয়া, হাউজি ও নগ্ন নৃত্য চালানোর জন্য কতিপয় অসাধু ব্যাক্তি অন্তত ১০ বিঘা জমির রসুন চারা ধ্বংস করে প্যান্ডেল তৈরি শুরু করেছে। পৌর ও উপজেলার কেন্দ্রস্থলে ওই অবৈধ-অনৈতিক কর্মকান্ড পরিচালিত হলে সরকার ও প্রশাসনের ওপর মানুষের নেতিবাচক ধারণা জন্মাবে।
গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা জানান, জনস্বার্থ বিঘ্নকারী এলাকার সব ধরনের অনৈতিক কর্মকান্ডের বিপক্ষে তার অবস্থান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, উপজেলা প্রশাসন ও সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। প্রশাসন জাতি ধর্ম ও জনস্বার্থ বিরোধী কোন কর্মকান্ড গুরুদাসপুরে হতে দেবে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার