বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য, বগুড়া জেলা বিএপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে শহরের ইয়াকুবিয়া স্কুলের মোড় থেকে জলেশ্বরীতলা, কালিবাড়ী, রোমেনা আফাজ রোড হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, পৌর মেয়র এ্যাড. একেএম মাহবুবুর রহমান, জেলা বিএনপির উপদেষ্ঠা ডা.মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, লাভলী রহমান, এ্যাড. নাজমুল হুদা পপন, মাফতুন আহম্মেদ খান রুবেল, শ্রী পরিমল চন্দ্র, মেহেদী হাসান হিমু, ফারুকুল ইসলাম ফারুক, মাসুদ রানা মাসুদ, মাহমুদ শরীফ মিঠু, শফিকুল ইসলাম শফিক, মাহবুব হাসান লিমন, মোশারফ হোসেন স্বপন, নাজমা আক্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার