আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসার কুলখানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
সেতুমন্ত্রীর নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে আয়োজিত কুলখানিতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি প্রায় ৪০ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বসুরহাট পৌর মেয়র মির্জা আব্দুল কাদের মেহমানদের তদারকি করেন।
এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক, নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম, বিমান ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, আহম্মদ হোসেন, খালেদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বাবু সুজিদ রায় নন্দি, অ্যাডভোকেট আফজাল হোসেন, কাজী মাহজারুল ইসলাম, কেন্দ্রী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান চৌধুরী তুহিন, নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সহ-সভাপতি আবু তাহের, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌর সভার মেয়র সহিদ উল্যাহ সোহেল, শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, কবিরহাট পৌর সভার মেয়র জহিরুল ইসলাম রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্থানীয় সংসদ সদস্যরা, নোয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ কুলখানিতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসা গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার