জাতীয় পাট দিবস উপলক্ষে রোড শো বহর ঢাকা থেকে ফরিদপুরে পৌঁছেছে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বহরের গাড়িগুলো পৌঁছে।
এ সময় বহরকে স্বাগত জানান ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। রোড শো’কে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, পাটের জন্য ফরিদপুর বিশ্ববিখ্যাত। আমরা 'সোনালী আঁশে ভরপুর, ভালবাসি ফরিদপুর'- এ স্লোগানকে ব্র্যাডিং হিসেবে নিয়েছি। উন্নত মানের পাটের আবাদ বাড়াতে চাষীদের উদ্বুদ্ধ করতে এ রোড শো’র আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশীদ আলম, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শামসুল আলম প্রমুখ।
ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রোড শো’র গাড়ি বহর ফরিদপুরের আসে। ফরিদপুর থেকে গাড়ি বহরটি ঢাকা হয়ে জামালপুর জেলায় যাবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন