কুমিল্লা কারাগারের বন্দিদের অধিকাংশ মাদক মামলার আসামি বলে মন্তব্য করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম।
বৃহস্পতিবার মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান বিষয়ে প্রেস ব্রিফিং তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরি হল রুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, বর্ডার সিল করে, রাস্তায় পাহারা বসিয়ে মাদক বন্ধ করা যাবে না। এজন্য মাদকের চাহিদা কমাতে হবে। চাহিদা কমাতে পরিবারে ভূমিকা উল্লেখযোগ্য।
জেলা তথ্য অফিস আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মানজুরুল ইসলাম, পিপি মোঃ মোস্তাফিজুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসাদুজ্জামান।
ব্রিফিংয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিক্রেতাদের তালিকা করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কুমিল্লা জেলায় গত এক বছরে পুলিশ, বিজিবি, র্যাব, রেলওয়ে পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৌনে ৮৩ কোটি টাকার মাদক আটক করে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন