আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টঙ্গীর কলেজ গেইট এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ফারুক হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। ফারুক হোসেন টঙ্গীর আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় ফারুক হোসেন মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর