গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত সেই রিকশা চালকের নাম রমজান আলী আকন্দ (৩০)।
প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ৯টার দিকে রিকশা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় একটি বাস তার রিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক রমজান আলী আকন্দকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী সরকারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিরা জানান, রাত সাড়ে ৯টার দিকে রমজান আলী আকন্দকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর