নেত্রকোনা শহরের আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। আটক সেই দুই মাদক বিক্রেতার নাম শরিফ মিয়া (১৯) ও মো. মামুন (২০)।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন তথ্য পেয়ে মাদক বিক্রেতাদের আটক করা হয়। সুটকেসভর্তি প্লাস্টিকে মোড়ানো ১০ কেজি গাঁজা নিয়ে তারা ঢাকাগামী বাসের টিকেট কেটেছিল। আটকের পর দুই মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর