কেরানীগঞ্জে মো. জাহাঙ্গীর (৪০) নামে এক মাদক বিক্রেতাকে ২১০ পিস ইয়াবা ও ৫২০ পুরিয়া হেরোইনসহ আটক করেছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আমবাগিচা এলাকা থেকে ২১০ পিস ইয়াবা ও ৫২০ পুরিয়া হেরোইনসহ জাহাঙ্গীরকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ০২ মার্চ, ২০১৮/ ই জাহান