নাটোরে দেশীয় অস্ত্র ও ১৬ বোতল বিদেশি মদসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার সকালে র্যাব-৫, নাটোর সিপিসি-২ ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের আলাইপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শহরের আলাইপুর মহল্লার আজাদের স্ত্রী পারভিন বেগম (৪০), রেজাউন নবীর ছেলে মাহবুব রশিদ সালমান (২৮) ও সাইদুল ইসলামের ছেলে ওয়াইজ করোনী (৩২)।
ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শহরের আলাইপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৬ বোতল বিদেশি মদ ও দেশীয় তৈরি অস্ত্রসহ ওই তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ০২ মার্চ, ২০১৮/ ই জাহান