রাজশাহীর বাগমারা উপজেলায় স্থানীয় এমপি এনামুল হকের প্রচেষ্টায় ও সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে চালু হচ্ছে স্মার্ট এডুকেশন সেন্টার। শনিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে স্মার্ট এডুকেশন সেন্টারের উদ্বোধন করবেন এমপি এনামুল হক।
স্মার্ট এডুকেশন সেন্টারের উদ্বোধন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের বাস্তব জীবনে নানা প্রয়োজনীয় বিষয় সম্পর্কে পূর্ব ধারণা।
এমপি এনামুল হক জানান, স্মার্ট এডুকেশন সেন্টারে স্পোকেন ইংলিশ, বেসিক রাইটিং, বিসিএস’সহ সব চাকরির প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী, বিসিএস ক্যাডারসহ ব্রিটিশ কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত শিক্ষকরা ক্লাস নেবেন। মূলত বাগমারার তরুণ প্রজন্মকে বিশ্বমানের শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ।
বিডি প্রতিদিন/২ মার্চ, ২০১৮/ফারজানা