ঢাকার ধামরাইয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. সদা বেপারী, বয়স ৬০ বছর। শুক্রবার সকালে তার ভাই মো. সাদেক বেপারীর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃতের ছেলে আক্তার মিয়ার অভিযোগ, দীর্ঘদিন ধরে তার চাচা সাদেক বেপারীর সঙ্গে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছিল। তাদের জমির দলিল জাল করে নিয়ে যায় তার চাচা। এ নিয়ে প্রতিবাদ করায় বৃহস্পতিবার দিবাগত রাতে তার বাবাকে চাচা সাদেক ও তার ছেলেরা উঠিয়ে নিয়ে হত্যা করেন।
এ ব্যাপারে ধামরাই থানার উপপরির্দশক (এসআই) ভজন রায় জানান, শুক্রবার সকালে স্থানীয়রা সাদেক বেপারীর ঘরের ভেতর বড় ভাই সদা বেপারী মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর সাদেক বেপারী ও তার ছেলে আব্দুল হক, মো. ইউনুস, মো. দেলোয়ার, রুবেল হোসেন পলাতক রয়েছেন।
সদা বেপারী উপজেলার চরসুঙ্গর গ্রামের বাসিন্দা।
বিডি প্রতিদিন/২ মার্চ, ২০১৮/ওয়াসিফ