টেকনাফ থেকে ৪৬ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মাইক্রোবাসের বডিতে লুকিয়ে অভিনব কৌশলে লুকানো ইয়াবাগুলোর আর্থিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা। বিজিবি মাইক্রোবাসের চালক মো. রমজান আলী (২০)কেও আটক করেছে।
টেকনাফ-২ বিজিবির পরিচালক অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে হোয়াইক্যং বিওপির হাবিলদার মো. মোক্তার হোসেনের নেতৃত্বে একটি টহল দল হোয়াইক্যং চেকপোস্টে টেকনাফ হতে কক্সবাজারগামী মাইক্রোবাসটি থামায়। চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় টহল দল তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করে।
লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম আরও জানান, চালকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ইয়াবা, মাইক্রোবাস, মোবাইল ফোনসহ আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২ মার্চ, ২০১৮/ফারজানা