ধামরাইয়ে পাওনা টাকা চাওয়ায় ভাইকে খুনের অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম সাত্তার মিয়া (৬০)। শুক্রবার সকালে সাত্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সাত্তার মিয়ার ছেলে সেলিম রেজা অভিযোগ করে বলেছেন, জমি বিক্রির পাওনা টাকা চাওয়ায় চাচার পরিবারের লোকজন বাবাকে পিটিয়ে হত্যা করেছে।
নিহতের পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, সাত্তার মিয়া ছয় মাস আগে ভাই সাদেক বেপারীর কাছে ৩৪ শতাংশ জমি বিক্রি করেন। এরপর থেকে জমি বিক্রির টাকা পরিশোধ নিয়ে তালবাহানা শুরু করতে থাকেন সাদেক। বৃহস্পতিবার রাতে টাকা চাইতে গেলে সাদেক বেপারী কৌশলে সাত্তার মিয়াকে নিজেদের বাড়িতে রেখে দেয়। পরে সকালে সাদেকের বাড়িতে সাত্তারের মৃরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।
নিহতের ছেলে সেলিম রেজা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জমি বিক্রির পাওনা ১৩ লাখ ৫০ হাজার টাকা চাওয়ায় তার চাচা বাবাকে পরিকল্পিতভাবে পিটিয়ে ও নির্যাতন চালিয়ে হত্যা করেছে।
ধামরাই থানার উপ-পরির্দশক এস আই ভজন রায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে সাদেক বেপারী ও তার ছেলে আব্দুল হক, মো. ইউনুস, মো. দেলোয়ার, রুবেল হোসেন এরা সবাই পলাতক। এ ঘটনায় একটা হত্যা মামলা করা হবে।
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২ মার্চ, ২০১৮/ফারজানা