মাগুরা সদর উপজেলার মঘি গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা মসুর-৮ নিয়ে আজ শুক্রবার দুপুরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিনা মাগুরা উপ-কেন্দ্রের (ভারপ্রাপ্ত) বৈজ্ঞানিক কর্মকর্তা সম্পা রানী ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিনার ময়মনসিংহের উদ্ভিদ ও প্রজনন বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. স্নিগ্ধা রায়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিনা মসুর-৮ সাধারণ জাতের তুলনায় দ্বিগুনেরও বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন। সাধারণ জাতের মসুর যেখানে বিঘা প্রতি ফলন হয় ৩ থেকে ৫ মণ। সেখানে বিনা মসুর-৮ জাতে বিঘা প্রতি ফলন হয় ৮ থেকে ১০ মণ। এছাড়া এটি স্বল্প জীবনকালীন। সাধারণ জাতের মসুরির জীবনকাল ১১০ থেকে ১১৫ দিন। সেখানে বিনা মসুরের জীবন কাল মাত্র ৯৫ থেকে ১০০ দিন।
দো-আঁশ ও এঁটেল দো-আঁশ মাটিতে চাষ ভালো হয়। অক্টোবারের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময়। মার্চ মাসের মধ্যই ফসল সংগ্রহ করা যায়। এ ছাড়া এটি মরিচা ও ঝলসানো (ব্রাইট) রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। যে কারণে মসুর ডালের উৎপাদন বাড়াতে উচ্চ ফলন শীল বিনা মসুর-৮ জাতটি আগামীতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার রুহুল আমীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শহীদ রেজা, কৃষক মিজানুর রহমান, কবির হোসেন, ইমদাদুল হক প্রমুখ। মাঠ দিবসের এ অনুষ্ঠানে প্রায় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৮/হিমেল