চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ওয়ানশূটার গান ও এক রাউন্ড গুলিসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আল ইমরান আহমেদকে (২৮) গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। শুক্রবার ভোররাতে শহরের রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আলমডাঙ্গা কলেজপাড়ার আব্দুর রহমানের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, গোপন সংবাদে আল ইমরানকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে একটি ওয়ানশূটার গান ও এক রাউন্ড বন্দুকের তাজা গুলি উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, আল ইমরান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে অন্তত ১১টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৮/হিমেল