দিনাজপুরের ফুলবাড়ীতে মেহেদী হাসান মুরাদ নামের এক শ্রমিককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় এক ভুট্টা খেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মেহেদী হাসান মুরাদ (১৬) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ভাটাপাড়া গ্রামের ভ্যান চালক হামিদুল ইসলামের ছোট ছেলে। সে ফুলবাড়ীর একটি জুটমিলের শ্রমিক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ফুলবাড়ীর রাজারামপুর ভাটাপাড়া গ্রামের মেহেদী হাসান মুরাদ ওই জুটমিলে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দিবাগত রাতের ডিউটি শেষে শুক্রবার সকালে ফ্যাক্টরী থেকে বাড়ীর উদ্দেশ্যে বেরিয়ে আসে। এরপর স্থানীয় আলাদীপুর ইউনিয়নের বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় কে বা কারা শ্বাসরোধ করে হত্যা করে একটি ভুট্টা খেতে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন ভুট্টা খেতে তার লাশ দেখতে পেয়ে থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবীব বলেন, মেহেদী হাসান মুরাদ এর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মুখে মাটি গুজে দিয়ে শ্বাসরোধ করে হত্য করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৮/হিমেল