কেন্দ্রীয় খেলাঘরের উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় ও গণিপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বিকাল ৪ টায় ভারত, নেপাল ও বাংলাদেশের ৭৫০ জন শশু কিশোরদের ৪ দিনব্যাপী জাতীয় শিশু কিশোর প্রশিক্ষণ ক্যাম্প-২০১৮ শুরু হয়েছে।
খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহাবুবুল আলম তালুকদার ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফরিদা খানম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাঘর কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য প্রণয় সাহা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ, নোয়াখালী জেলা কমিটির সভাপতি মাখন লাল দাস, সাধারণ সম্পাদক দীপক আইচ, গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুল হক বেলাল প্রমূখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন