নাটোরের বড়াইগ্রাম উপজেলার কেঁচোয়াকোড়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকের বসতভিটা দখলে নিয়ে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ায় যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, প্রায় ১০ বছর আগে কেঁচোয়াকোড়া মৌজার ২৪৬, ২৭ ও ২৪৪ হালদাগের ৭ শতাংশ জমি বিক্রেতা মজিবর রহমানের কাছ থেকে একই গ্রামের মাজেদা বিবি কিনে নেন। এ ভিটায় বর্তমানে মাজেদা বিবির বিধবা মা আয়জান বেওয়া বাড়ি করে বসবাস করে আসছেন। কিন্তু প্রায় দুই সপ্তাহ আগে মজিবর রহমানের ভাই মো. মোতালেব হোসেন জোরপূর্বক ভিটার তিন শতাংশ জায়গা দখল করে তাতে ইট গেঁথে বাড়ি তৈরী শুরু করেন। জমির মালিক মাজেদা বিবি তাকে বাধা দিলেও না মানায় অবশেষে তিনি আদালতে মামলা দায়ের করেন। শুনানী শেষে আদালত গত ১৮ ফেব্রুয়ারি এ জমিতে স্থায়ী নিষেধাজ্ঞা জারী করলেও মোতালেব হোসেন তা না মেনে জোরপূর্বক কাজ করে চলেছেন। এভাবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি তৈরী করায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। যে কোন সময় উভয় পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
এ ব্যাপারে মোতালেব হোসেনের কাছে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, আদালতের নিষেধাজ্ঞা অনুযায়ী মোতালেব হোসেনকে বাড়ি তৈরির কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। তারপরও কাজ করছে কিনা সেটা আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৮/হিমেল