বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসার কবর জিয়ারত ও দোয়া করলেন দুই মন্ত্রী।
শুক্রবার দুপুরে গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সড়ক মন্ত্রীর গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের পারিবারিক কবরস্থানে তার মায়ের কবর জিয়ারত করেন। এসময় সড়ক ও সেতু মন্ত্রী উপস্থিত ছিলেন। সড়ক ও সেতু মন্ত্রীর (পিআরও) সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের টিপু বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসা (৯২) সোমবার রাত ১০ টা ৪৫ মিনিটের সময় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন