কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে। জানা যায়, আজ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক এসআই মঞ্জুরুল হকের নেতৃত্বে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ১০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার সোনা আলীর ছেলে মো. ওয়ালিদ(৩০) ও সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়া এলাকার মো. হোছনের ছেলে সাব্বির (৩২)। উদ্ধার ইয়াবাসহ আটক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপ-পুলিশ পরিদর্শক মঞ্জুরুল হক ।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার