নরসিংদী পৌর শহরে প্রকাশ্য দিন-দুপুরে ইফতি (১৫) নামে এক স্কুলছাত্র সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়েছে। আজ শহরের প্রধান ডাকঘরের সামনে এই সন্ত্রাসী ঘটনাটি সংঘটিত হয়েছে।
জানা গেছে, রাঙ্গামাটিয়া মহল্লার ইকবাল কবিরের ছেলে আল-জামিউল কবির ইফতি ব্রাহ্মন্দী সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। মেয়ে সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে একই স্কুলের ছাত্র বিন্দু সিয়াম ও হিমেল রায়ের সাথে ইফতির দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্বের জের ধরে বিন্দু সিয়াম ও হিমেল ইফতিকে গুলি করে হত্যা করার হুমকি দিয়ে আসছিল। আজ বৃহস্পতিবার দুপুরে ইফতি চিঠি পোস্ট করার জন্য নরসিংদীর প্রধান ডাকঘরে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা বিন্দু সিয়াম ও হিমেল তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ইফতি বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করলে গুলিবর্ষণকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান সাংবাদিকদের নিকট ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার