বগুড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেওয়ার প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ জেলা বিএনপির নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, লাভলী রহমান, বিএনপি নেতা অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর হোসেন পাভেল, ডাক্তার মামুনুর রশিদ মিঠু, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, মাফতুন আহম্মেদ খান রুবেল, পরিমল চন্দ্র দাস, সহিদ উন নবী ছালাম, সুজা উদদৌলা সন্জু, কাজী আব্দুর রশিদ, মীর শাহে আলম ,ডাক্তার আজফারুল হাবিব রোজ, রেজাউল করিম বাদশা, আব্দুল ওয়াদুদ, আবুল বাশার, মেহেদী হাসান হিমু, এসএম রফিকুল ইসলাম, কেএম খায়রুল বাশার, মিজানুর রহমান, নাজমা আক্তার, আলীমুর রাজি তরুন, লিটন শেখ বাঘা, মাহমুদ শরীফ মিঠু, মাহবুব হাসান লেমন, মাজেদুর রহমান জুয়েল, মোশারফ হোসেন স্বপন, ছাত্রদলের হাসানুজ্জামান পলাশ ও শফিকুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার