ফরিদপুর জেলার সালথা উপজেলার যদুনন্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজী মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মুরাদ কাজীকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। আজ ফরিদপুর র্যাব-৮ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচউদ্দিন জানান, বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাজ্জাদ খন্দকার নামে এক ব্যক্তি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়। প্রতিপক্ষ রউফ মোল্যা চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ খন্দকারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় রউফ মোল্যার নেতৃত্বে মুরাদ কাজীসহ ১৮-১৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যদুনন্দি বাজারে থাকা সাজ্জাদ খন্দকারের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় সাজ্জাদ খন্দকারের চাচা খন্দকার মুজিবর রহমান বাদী হয়ে ফরিদপুর আদালতে একটি মামলা দায়ের করে। মামলাটি তদন্তের জন্য পিবিআই ফরিদপুরকে নিদের্শ দেয় আদালত। আসামিগণ আদালতে হাজির না হওয়ায় বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ওয়ারেন্টভুক্ত অন্যতম আসামি মো. মুরাদ কাজীকে র্যাব-৮ গ্রেফতার করে। ধৃত আসামিকে সালথা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার