জুয়া খেলার সরঞ্জামসহ দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আসামিদের আজ আদালতে প্রেরণ করা হয়। আটকরা হলেন, বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নের কলকুটি গ্রামের ইব্রাহিমের ছেলে মো. ডাবুল (৫০), একই এলাকার বিজয়পুর গ্রামের মো. রুহুল আমীনের ছেলে মো. নজরুল ইসলাম (৩৫), ভোগনগর মুন্সীপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. জাহাঙ্গীর (৪০), এলাইগাঁও গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. ফারুক (৩৫), একই গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে মোঃ বাবুল হোসেন (৫০), মৃত কছিম উদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৫), বিজয়পুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ আব্দুস সালাম বাবু (৪০)।
বুধবার রাতে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে প্রকাশ্যে জুয়া খেলার সময় তাদেরকে আটক করে পুলিশ।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমেদ জুয়াড়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার