চাঁদপুরের হাজীগঞ্জে মো. মহসিন (২৭) নামের মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত মহসিন হাজীগঞ্জ পৌর এলাকারএলাকার আবুল ফারাহ কাজীর ছেলে।
বৃহস্পতিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টায় হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ গ্রামের কাজী বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা মহসিনকে আটকের সে স্বীকার করে গত ছয় মাস যাবত ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। ইয়াবা থাকার ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর