বিএনপির কর্মসূচি চলাকালে যে সব নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি বলে উল্লেখ করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। তাদের গ্রেফতারে সরকারের কোনো হাত নেই বলেও জানান তিনি।
শুক্রবার সকালে মাদারীপুরের নতুন শহর এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় নৌমন্ত্রী বলেন, বিগত দিনে বিএনপি তাদের কর্মসূচির নামে নৈরাজ্য চালিয়েছে। তাই নিরাপত্তার কথা বিবেচনা করে বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করছে পুলিশ। বিগত সময় যখন বিএনপি ক্ষমতায় ছিলো তখন আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের তো পুলিশ দিয়ে পেটানো হয়েছে। অথচ তখন আওয়ামী লীগের কেউ কোনো ধ্বংসাত্মক কাজে জড়িত হয়নি। এমনকি বিএনপির মতো মানুষ পুড়িয়ে, পিটিয়ে, কুপিয়ে হত্যাও করেনি। এখন বিএনপি’র কোনো কর্মসূচির কথা শুনলে তাদের তাণ্ডবের কথা মনে করে মানুষ ভয় পায়।
শাজাহান খান আরও বলেন, আইনের বিধান রয়েছে কোনো মামলার আসামি আদালতে হাজির না হলে তাদের পুলিশ গ্রেফতার করতে পারে। গ্রেফতারকৃতরা আইনের মাধ্যমে জামিন নিয়ে আবার ফিরে আসবে।
উল্লেখ্য, মাদারীপুর সদর উপজেলায় এলজিইডির বাস্তবায়নে ২ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/৯ মার্চ, ২০১৮/ওয়াসিফ