“নেতৃত্ব চাই যক্ষ্মা নিয়ন্ত্রনে, ইতিহাস গড়ি সবাই মিলে”-এই প্রতিপাদ্যে সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতাল মিলনায়তনে এসে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুল্লাহ মামুনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(টিএইসও) ডাঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিএইসপি আবুল কালাম, ইলিয়াস, হাসপাতালের সকল ডাক্তার কর্মকর্তা ,কর্মচারিবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর