বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পণ্যের দু’টি ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ট্রাক দু’টির অধিকাংশ পণ্য পুড়ে গেছে।
রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বন্দরের ২২ নম্বর পণ্য গুদামে ভারত থেকে আসা বাংলাদেশি ট্রাকে পণ্য লোড করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে এবং ট্রাক দু’টিকে নিরাপদ স্থানে সরিয়ে রাখে।
বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তৌহিদুর রহমান জানান, ট্রাক দু’টি নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন পুরোপুরি নেভানো হয়েছে। এখন সবকিছু স্বাভাবিক।
বিডিপ্রতিদিন/ ই-জাহান