পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সোমবার সকালে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে এ দিবসের সূচনা হয়।
এর পরে শহরের ভাগীরথী চত্তরের শহীদ বেদীতে পিরোজপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, জেলা বিএনপি ও অঙ্গসংগঠন, প্রেস ক্লাব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন পর্যায়ক্রমে পুস্পমাল্য অর্পন করেন।
শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী শেষে জেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজসহ অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৮/হিমেল