বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে।
আজ সকালে শহীদদের স্মরনে বঙ্গবন্ধু স্কয়ারে স্মৃতিসৌধ ও জাতির জনকের প্রতিকৃতিতে সম্মান জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, জেলা পরিষদ, পৌরসভা, প্রেসক্লাব, স্কুল কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এরপরে আবুল কাশেম ষ্টেডিয়ামে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীত শেষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমান। এ সময় পুলিশ সুপার মঈনুল হাসান সহ জেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা পুলিশ, রোভার স্কাউটসহ বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা জাতীয় সংগীত ও কুচকাওয়াজে অংশগ্রহন করেন।
এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্দ্যোগে দিনব্যাপী বিভিন্ন আয়োজন রয়েছে।
বিডি প্রতিদিন/২৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ