মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে চুয়াডাঙ্গাবাসী। দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৬টায় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর সকাল ৮টায় সারাদেশের সাথে একযোগে জাতীয় সংগীত পরিবেশন করেন চুয়াডাঙ্গাবাসী। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৮/মাহবুব